আড়াই মাস বন্ধ থাকার পর অভ্যন্তরীণ ফ্লাইট চালু

প্রকাশ : ০১ জুন ২০২০, ১১:৪০

সাহস ডেস্ক

আড়াই মাস বন্ধ থাকার পর সীমিত পরিসরে চালু হয়েছে দেশের অভ্যন্তরীণ ফ্লাইট। সকাল ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুরের উদ্দেশে ৪০ জন যাত্রী নিয়ে নভোএয়ারের ফ্লাইট রওনা হয়। একই সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট ৫১ জন যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়।

সোমবার (১ জুন) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন

তিনি জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত দুই মাসেরও বেশি সময় ধরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধ ছিল। তবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে ঢাকা থেকে অভ্যন্তরীণ তিনটি আকাশপথ চট্টগ্রাম, সৈয়দপুর ও সিলেটে সীমিত পরিসরে ফ্লাইট চালু করা হয়েছে। আজ থেকে ১৫ জুন পর্যন্ত এই তিনটি আকাশপথে প্রতিদিন ২৪টি ফ্লাইট ঢাকা ছেড়ে যাবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত