করোনায় আক্রান্ত হয়ে সাবেক সচিবের মৃত্যু

প্রকাশ : ৩১ মে ২০২০, ১৫:৩৮

সাহস ডেস্ক

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এবার মারা গেলেন সাবেক সচিব এম বজলুল করিম চৌধুরী। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রবিবার (৩১ মে) জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

বজলুল করিম ১৫ দিন ধরে ওই হাসপাতালে করোনার চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার অবনতি হওয়া কয়েকদিন ধরে তিনি আইসিইউ সাপোর্টে ছিলেন।

এম বজলুল করিম চৌধুরী ঢাকার সাবেক বিভাগীয় কমিশনার। তিনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। ১৯৮৫ বিসিএসের মাধ্যমে নিয়োগ পাওয়া প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা কর্মজীবনে টাঙ্গাইলের জেলা প্রশাসকসহ প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্বপালন করেছেন।

ঢাকা বিভাগীয় কমিশনার থাকাকালে চাকরির মেয়াদ শেষ হওয়ার একদিন আগে ২০১৮ সালের ১৫ এপ্রিল বজলুল করিম চৌধুরীকে সচিব হিসেবে পদোন্নতি দেয় সরকার। সে কারণে কোনো দপ্তরে সচিব হিসেবে তাকে পদায়ন করা হয়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত