x

এইমাত্র

  •  গত ২৪ ঘন্টায় করোনায় নতুন সংক্রমিত ২৭৩৩ জন, মৃত ৩৯ জন
  •  ফাহিম সালেহর খুনী চিহ্নিত
  •  মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যু ৫ লাখ ৮৭ হাজার, আক্রান্ত ১ কোটি ৩৭ লাখেরও বেশি
  •  কাঠগড়ায় কাঁদলেন সাহেদ, বললেন করোনা আক্রান্ত তিনি

নীলফামারীতে একই ক্যাম্পের ১৯ র‌্যাব সদস্য করোনায় আক্রান্ত

প্রকাশ : ২৯ মে ২০২০, ১৬:০২

সাহস ডেস্ক

নীলফামারীতে র‌্যাবের আরও ১০ সদস্যের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে ১০৮ জনে দাঁড়ালো।

বৃহস্পতিবার (২৮ মে) বিকালে নীলফামারী সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, র‍্যাবের ৬৩ জন সদস্যের নমুনা সংগ্রহ করে বুধবার পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে ১০ জনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। র‍্যাবের মোট ১৯ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, আক্রান্তদের সবাই জেলা শহরের সবুজ পাড়ায় অবস্থিত র‌্যাব-১৩ সিপিসি-২ ক্যাম্পের সদস্য। এর আগে ওই ক্যাম্পের আরও ৯ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত