x

এইমাত্র

  •  গত ২৪ ঘন্টায় করোনায় নতুন সংক্রমিত ২৭৩৩ জন, মৃত ৩৯ জন
  •  ফাহিম সালেহর খুনী চিহ্নিত
  •  মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যু ৫ লাখ ৮৭ হাজার, আক্রান্ত ১ কোটি ৩৭ লাখেরও বেশি
  •  কাঠগড়ায় কাঁদলেন সাহেদ, বললেন করোনা আক্রান্ত তিনি

আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী

প্রকাশ : ২৪ মে ২০২০, ২৩:১৯

সাহস ডেস্ক

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন অনলাইনে উদযাপনের পর একইভাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালনের সিদ্ধান্ত নিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ছায়ানট। করোনাভাইরাস মহামারির প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ২৫ মার্চ (সোমবার) জাতীয় কবির জন্মদিনের অনুষ্ঠানে আগের বছরগুলোর মতো একই কর্মসূচি থাকছে না।

উল্লেখ্য, একইদিনে দেশজুড়ে পালিত হবে মুসলিম ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

জাতীয় কবির জন্মদিন উপলক্ষে ২৫ মার্চ সন্ধ্যা ৭টায় ছায়ানটের ইউটিউব চ্যানেল ছায়ানট ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত হবে “নবযুগ ওই এলো ওই” নামে একটি অনুষ্ঠান। ১৮৯৯ সালের এই দিনে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়ায় জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। ১৯৭২ সালে তাকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত