x

এইমাত্র

  •  গত ২৪ ঘন্টায় করোনায় নতুন সংক্রমিত ২৬৬৬ জন, মৃত ৪৭ জন
  •  ইতালিতে ফের ছড়াচ্ছে করোনা, নতুন রোগীদের সিংহভাগ বাংলাদেশি
  •  মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যু ৫ লাখ ৬৭ হাজার, আক্রান্ত ১ কোটি ২৮ লাখেরও বেশি
  •  সড়ক দুর্ঘটনা বেড়েছে ৫৬ শতাংশ, জুনে নিহত ৩৬৮
  •  আল-জাজিরায় সাক্ষাৎকার দেয়া বাংলাদেশি রায়হানের ভিসা বাতিল

ফেনী পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশ : ২৪ মে ২০২০, ১৮:০৯

সাহস ডেস্ক

ফেনীর সোনাগাজী উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ ২৪ মে (রবিবার) দুপুরে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের আলী আহম্মদ মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো- ওই বাড়ির ইলিয়াসের ছেলে ইমরান হোসেন (৬) ও নানার বাড়িতে বেড়াতে আসা ফেনী সদর উপজেলার গোবিন্দপুরের আব্দুল লতিফের ছেলে নাহিদ (৭)।

পরিবারিক সূত্র ও মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউজ্জামান বাবু জানান, ‘দুপুরে পুকুরে গোসল করতে গিয়ে ওই দুই শিশু পানিতে ডুবে যায়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে না পেয়ে পুকুরে খুঁজতে থাকলে ডুবন্ত অবস্থায় তাদের পাওয়া যায়। এ অবস্থায় তাদের উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, ‘এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত