কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে মানুষের ঢল

প্রকাশ : ২৩ মে ২০২০, ১৭:৫৩

সাহস ডেস্ক

ঈদে ঘরমুখো যাত্রীদের স্রোত নেমেছে মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে।

আজ ২৩ মে (শনিবার) ভোরে লঞ্চ ও স্পিডবোটে বন্ধ থাকায় ফেরিতে যাত্রীদের ভিড় দেখা গেছে।

রাজধানী থেকে সড়ক পথে শিমুলিয়া ফেরিঘাটে এসে ফেরিতে পদ্মা নদী পার হয়ে কাঁঠালবাড়ি আসছে যাত্রীরা। জীবনের ঝুঁকি নিয়ে মানুষ ঢাকা থেকে ঈদ সামনে রেখে ফিরতে শুরু করেছে শ্রমজীবী পরিবারের সদস্যরা। গণপরিবহন বন্ধ থাকার কারণে কাঠালবাড়ি ঘাটে এসে বিপাকে পড়ছে যাত্রীরা। কেউ পায়ে হেঁটে আবার কেউ ছোট যানবাহনে করে নিজ নিজ গন্তব্যে ছুঁটছেন যাত্রীরা।

এদিকে কাঁঠালবাড়ি ফেরি ঘাটে ঢাকাগামী যাণবাহন ও যাত্রীর চাপ না থাকায় কাঁঠালবাড়ি ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশ্যে খালি ফেরিগুলো ছেড়ে যাচ্ছে। সরকারের ঘোষণা অনুযায়ী লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকলেও ফেরিযোগে পাড়ি দিচ্ছে সাধারণ যাত্রীরা।

কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুল আলিম মিয়া জানান, ‘গত তিন দিন বন্ধ থাকার পর সরকারি নির্দেশনা পাওয়ার পর এই নৌরুটে চলাচলকারী ১৭টি ফেরির মধ্যে ১৩টি ফেরি চালু করা হয়েছে। লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ফেরিতে পারাপার হচ্ছে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত