করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজন চিকিৎসকের মৃত্যু

প্রকাশ : ১৩ মে ২০২০, ১৬:৪৮

সাহস ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইবনে সিনা ট্রাস্টের চীফ রেডিওলজিস্ট কনসালটেন্ট, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মেজর (অব.) আবুল মোকারিম মো: মহসিন উদ্দিন মারা গেছেন। রাজধানীর ইবনে সিনা হাসপাতালের রেডিওলজি বিভাগের প্রধান ছিলেন তিনি। এ নিয়ে করোনায় তিন জন চিকিৎসক মারা গেলেন।

মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত ১১.২০মি. ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ইবনে সিনা হাসপাতালের সিনিয়র অ্যাসিস্টেন্ট ম্যানেজার আসরারুল আজিজ জানান, ডা. আবুল মোকারিম ১০ দিন আগে কোভিড-১৯ পজিটিভ হয়ে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চার দিন আগে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) সাপোর্টের জন্য তাকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার পরিবারের আরও দুই জন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন।

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিজের (এফডিএসআর) মহাসচিব ডা. আবদুল্লাহ আল মামুন তিনি করোনায় আক্রান্ত হয়ে প্রথমে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে সিএমএইচ এর আইসিইউতে ভর্তি ছিলেন। আজ বুধবার বাদ জোহর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত