করোনাভাইরাস: ব্রাহ্মণবাড়িয়ায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও পাঁচজন

প্রকাশ | ১০ মে ২০২০, ০০:১৪ | আপডেট: ১০ মে ২০২০, ০১:৩৫

অনলাইন ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া বক্ষব্যাধি হাসপাতালের আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও পাঁচজন। সুস্থ হওয়া ওই পাঁচজনের মধ্যে নবীনগরের তিনজন এবং নাসিরনগর ও সরাইল উপজেলার একজন করে রয়েছেন।

শনিবার (১০ মে) বিকেলে ছাড়পত্র দিয়ে অ্যাম্বুলেন্সে করে তাদের বাড়ি পাঠানো হয়। বর্তমানে এ জেলায় আইসোলেশনে আছেন ১৮ জন। ঢাকায় চিকিৎসা নিচ্ছেন পাঁচজন।

ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, শনিবার দ্বিতীয় দফায় ওই পাঁচজনের নমুনা পরীক্ষার ফল ‘নেগেটিভ’ আসে। এরপর তাদের ছাড়পত্র দেওয়া হয়। এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় করোনাজয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৩৫ জন। এখন পর্যন্ত এ জেলায় করোনায় আক্রান্ত ৬০ জন। তাদের মধ্যে দুজন আগেই মারা গেছেন।

শুক্রবার পর্যন্ত ২ হাজার ৯৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ফলাফল এসেছে ১ হাজার ৫৯৪ জনের। বর্তমানে ৭৫১ জন বাসায় ও ৭৭ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন।