খুলছে না নিউমার্কেট, বসুন্ধরা সিটি ও যমুনা ফিউচার পার্ক

প্রকাশ | ০৭ মে ২০২০, ০০:৪১

অনলাইন ডেস্ক

মহামারি করোনাভাইরাসের বিস্তাররোধ না হলে খুলছে না দেশের বৃহত্তম তিনটি মার্কেট নিউমার্কেট, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও যমুনা ফিউচার পার্ক। বসুন্ধরা শপিং মল দোকান মালিক সমিতির সভাপতি এমএ হান্নান আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (০৬ মে) করোনাভাইরাস সৃষ্ট সঙ্কটময় পরিস্থিতির বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বসুন্ধরা শপিং মল দোকান মালিক সমিতির সভাপতি এমএ হান্নান আজাদ বলেন, কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় দোকান মালিক ও মার্কেট কর্তৃপক্ষ ঈদ পর্যন্ত দোকান ও শোরুম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। কর্মী ও দোকানদারদের স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর (অ্যাকাউন্ট) শেখ আব্দুল আলিম জানান, আগামী ১০ মে থেকে দোকান ও শপিংমল খুলে দেয়ার ঘোষণা দিয়েছে সরকার। বিষয়টি নিয়ে বসুন্ধরা সিটির ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, চলমান এ পরিস্থিতির উন্নতি না হলে আমরা শপিংমল খুলব না।

তিনি আরও বলেন, প্রতিদিন উদ্বেগজনক হারে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। সঙ্গে মৃত্যুও হচ্ছে। এ অবস্থায় আমাদের বেশিরভাগ ব্যবসায়ী তাদের প্রতিষ্ঠান না খোলার পক্ষে।

যমুনা গ্রুপের ডিরেক্টর মোহাম্মদ আলমগীর আলম বলেন, করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত মল খোলা হবে না।