গোমস্তাপুরে জিপ উল্টে নিহত ১, আহত ২

প্রকাশ | ০৩ মে ২০২০, ১৮:১১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি জিপ গাড়ি সড়কের পাশে গিয়ে উল্টে পড়ে। এতে গাড়ির মালিক ও চালক মোহম্মদ আলী (২৯) ঘটনাস্থলে নিহত হন। আহত হয়েছেন নিহতের মা তারা বিবি (৬৫) ও বড় ভাবি নাসিমা বেগম (৩৫)। তাদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

৩ মে (রবিবার) দুপুর ১২টার দিকে চৌডালা ইউনিয়নের বসনীটোলা গ্রামে চৌডালা-বোয়ালিয়া আঞ্চলিক সড়কে দূর্ঘটনাটি ঘটে।

নিহত মোহম্মদ আলী ওই গ্রামের পাতু মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন ড্রেজার ড্রাইভার। পুরাতন ওই সরকারী জিপ গাড়িটি (ঢাকা মেট্রো-ঘ-০২-১০২৩) তিনি নিলামে কিনে চালাতেন।

মরদেহ উদ্ধারকারী গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান ও গোমস্তাপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের সাব অফিসার আব্দুস সাত্তার জানান, রবিবার দুপুরে মা ও বড় ভাবীকে নিয়ে নিজ গাড়িতে করে স্বশুরবাড়ি একই ইউনিয়নের বাগচিপাড়া যাচ্ছিলেন মোহম্মদ আলী। গাড়িটি রওনা হবার পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাশে সম্পূর্ণ উল্টে যায়। এতে মোহম্মদ আলী নিহত এবং তার মা ও ভাবী আহত হন। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দেড় ঘন্টার চেষ্টায় হতাহতদের উদ্ধার করে।

এ ঘটনায় থানায় জিডি করে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। আহতরা আশংকামূক্ত রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।