খুলনায় নতুন করে তিনজনের করোনা শনাক্ত

প্রকাশ | ২৬ এপ্রিল ২০২০, ২২:৫৮

অনলাইন ডেস্ক

খুলনায় নতুন করে তিনজনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন নগরীর নিরালা এলাকার বাসিন্দা এবং তিনি পুলিশ কনস্টেবল। এ নিয়ে তিনজন চিকিৎসকসহ খুলনার ল্যাবে মোট ১৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে ১৫৪ জনের নমুনা পরীক্ষার পর তিনজনের করোনা পজেটিভ ধরা পড়ে।

খুমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুল আহাদ বলেন, আক্রান্তদের মধ্যে একজন নগরীর নিরালা এলাকার বাসিন্দা এবং তিনি পুলিশ কনস্টেবল। এক সপ্তাহ আগে তিনি ঢাকার রাজারবাগ থেকে খুলনায় আসেন। এরপর অসুস্থ হয়ে পড়লে শনিবার তার নমুনা সংগ্রহ করা হয়। তিনি বর্তমানে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্ত অপর দুজনের বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায়। এ নিয়ে তিনজন চিকিৎসকসহ খুলনার ল্যাবে মোট ১৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।