‘খাদ্যভাস-ধর্মীয় অনুশাসনের কারণে দেশে করোনার প্রভাব কম’

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২০, ১৪:০৭

সাহস ডেস্ক

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল চৌধুরী বলেছেন, ‘খাদ্যভাস, ধর্মীয় অনুশাসন ও পরিচ্ছন্নতার কারণে দেশে করোনার তেমন প্রভাব পড়েনি। এখনও তাই দেশে আক্রান্তের সংখ্যা কম। করোনা দ্রুত শেষ হয়ে যাবে। আবারও দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। প্রধানমন্ত্রী শেখ হামিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে।’

আজ ২৪ এপ্রিল (শুক্রবার) দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম নগরের নতুন রেলওয়ে স্টেশনের সামনে খোলা জায়গায় রেয়াজউদ্দিনের খুচরা কাঁচাবাজার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন সিনিয়র সচিব

মোস্তাফা কামাল বলেন, ‘সারা বিশ্বে এখনও করোনার কার্যকরী ভ্যাকসিন আবিষ্কার হয়নি। এটিকে মোকাবেলা করা অনেক কঠিন। সারা বিশ্ব এ করোনা মোকাবেলায় হিমশিম খাচ্ছে। সে তুলনায় বাংলাদেশর অবস্থা আল্লাহর রহমতে অনেক ভালো।’

কৃষকদের ধান কাটা নিয়ে তিনি বলেন, ‘পুলিশের উদ্যোগে ধান কাটতে হাওর অঞ্চলে শ্রমিক পাঠানো হচ্ছে। খামারিদের বাঁচাতে প্রণোদনা দেওয়া হচ্ছে। উৎপাদন ও বিপণনকে যাতে স্বাভাবিক রাখা যায়, সেদিকেও সরকারের নজর রয়েছে।’

তিনি বলেন, ‘দেশে লাখ লাখ সবজি উৎপাদনকারী রয়েছে। তারা সঠিকভাবে যদি সবজি বিক্রি করতে না পারেন, দুর্ভোগে পড়বেন। সেজন্য খোলা জায়গায় বাজার বসানোর মাধ্যমে সুন্দর বিপণন ব্যবস্থা গড়ে তুলছে পুলিশ। এরকম বিপণন ব্যবস্থায় তারা লাভবান হবেন। দেশ স্বাভাবিক থাকবে।’

তিনি বলেন, ‘খোলা জায়গায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এরকম বাজার বসানোর কাজটি প্রশংসনীয় উদ্যোগ। করোনা ভাইরাসের কারণে মানুষ যাতে নিরাপদে বাজার করতে পারেন তার ব্যবস্থা করছে পুলিশ। চট্টগ্রামে ২০টি খোলা জায়গায় কাঁচাবাজার স্থানান্তরিত করা হয়েছে।’

মোস্তাফা কামাল আরও বলেন, ‘পুলিশ সারাদেশে মাঠে-ঘাটে কাজ করছে। সবাই লকডাউনে থাকলেও পুলিশের নেই। তারা ২৪ ঘণ্টা জনগণের সেবায় নিয়োজিত আছে। মানুষের জীবন-যাপন কীভাবে সহজ করা যায়, তার ব্যবস্থা করছে পুলিশ। অনেকে শহর ছেড়ে গ্রামে চলে গেছে, শহরের তাদের বাসা পাহারা দিচ্ছে পুলিশ।’

অনুষ্ঠানে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসানের সভাপতিত্বে ও কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাহাবুবর রহমান।

পরে মোস্তাফা কামাল বাজার পরিদর্শন করেন। এসময় তিনি ক্রেতা, বিক্রেতা ও রেয়াজউদ্দিন বাজার সমিতির নেতাদের সঙ্গে কথা বলেন।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল নগরের চকবাজারের কাঁচাবাজারও প্যারেড মাঠে স্থানান্তর করে খোলামাঠে বাজার বসায় পুলিশ। পরে নগরের কলেজিয়েট স্কুল মাঠসহ আরও বিভিন্ন মাঠে পাশ্ববর্তী বাজারগুলো স্থানান্তর কাজ শুরু করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত