প্রধানমন্ত্রীর তহবিলে ২ কোটি টাকা দিল সাইফ পাওয়ারটেক

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২০, ২০:১৩

করোনাভাইরাসে আক্রমণে পুরো বিশ্ব আজ বিপর্যস্ত। রক্ষা পায়নি বাংলাদেশও। এমন দুর্যোগময় সময়ে মানুষের পাশে দাড়াতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ কোটি টাকা অনুদান দিয়েছে চট্টগ্রাম সমুদ্র বন্দরের শীর্ষ টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেড।

এই ২ কোটি টাকা মধ্যে ৬৫ লাখ টাকা দেয়া হয়ছে কোম্পানির কর্মীদের থেকে আর বাকী টাকা কোম্পানি তার নিজস্ব তহবিল থেকে দেয়।

১৫ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে চেক হস্তান্তর করেন সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরচালক তরফদার মোঃ রুহুল আমিন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে চেক গ্রহণ করেন তার মুখ্যসচিব আহমেদ কায়কাউস।

প্রতিষ্ঠানটির ব্যাবস্থাপনা পরিচালক তরফদার মোঃ রুহুল আমিন বলেন, করোনাভাইরাস মোকাবেলায় ইতোমধ্যেই কার্যক্রম চালাচ্ছে সাইফ পাওয়ারটেক। চট্টগ্রাম বন্দরের শ্রমিকদের খাদ্য, পরিবহন সুবিধাসহ করোনা প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষার নানা উদ্যোগ নিয়েছি। দেশের বিভিন্ন এলাকায় প্রশাসনের সাহায্যে ত্রাণ দিচ্ছি। ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট কোচ ও খেলোয়াড়দের অনুদানও দিচ্ছি।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন তার দেওয়া অনুদান করোনাভাইরাস প্রতিরোধে সরকারের নেওয়া পদক্ষেপগুলোকে আরও ত্বরান্বিত করতে সহায়তা করবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত