দোহারে অসহায় মানুষদের পাশে বাংলাদেশ ভলেন্টিয়ার্স অর্গানাইজেশন

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২০, ০১:৪৩

করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে গেছে নিম্ন আয়ের মানুষদের আয়ের পথ। যার ফলে এখন দুবেলা খেতেও পারছেন না তারা। সমাজের দুস্থ, অসহায়, দিনমজুর এবং খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ভলেন্টিয়ার্স অর্গানাইজেশন (বিভিও)।

বৃহস্পতিবার দুপুরে দোহার জয়পাড়ায় দুস্থ ও অসহায়দের মাঝে প্রয়োজনীয় খাবার সামগ্রী বিতরণ করেছে সেচ্ছাসেবী এই সংগঠন। বিতরণ করা ত্রাণের মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, সাবান এবং ফল।

এসময় উপস্থিত ছিল বিভিও'র ভাইস প্রেসিডেন্ট সোলাইমান ইসলাম নিশাদ, ভলেন্টিয়ার সুশান্ত শুত্রধর, রানা তালুকদার, আবু হানিফ সৌরভ, ফিহান মাঝি, পনির মাঝি।

এর আগে দোহারে ও ঢাকার বিভিন্ন স্থানে খাদ্য সামগ্রী এবং মাস্ক বিতরণ করেছে বাংলাদেশ ভলেন্টিয়ার্স অর্গানাইজেশন।

বাংলাদেশ ভলেন্টিয়ার্স অর্গানাইজেশনের পক্ষ থেকে জানানো হয়, পরিস্থিতি অনুযায়ী পর্যায়ক্রমে প্রতিদিনই দুস্থদের খুঁজে বের করে তাদের মাঝে ত্রাণ পৌঁছে দেয়ার কার্যক্রম চলবে।

এছাড়াও অসহায় মানুষদের সাহায্য করার জন্য সমাজের সর্বস্তরের মানুষদের কাছে আহ্বান জানিয়েছে বিভিও।

যদি কেউ এই সংগঠনটির মাধ্যমে দুস্থ মানুষদের সাহায্য করতে চায় তাহলে বিকাশে অনুদান পাঠিয়ে দিলেই তা পৌঁছে দেয়া হবে অসহায় মানুষদের কাছে। আর্থিক সাহায্য পাঠাতে বিভিও'র বিকাশ নাম্বার ০১৯৯৬২০৪০৫০ (পার্সোনাল)।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত