শেরপুরে আরও দুইজন করোনা রোগী শনাক্ত

প্রকাশ : ১০ এপ্রিল ২০২০, ১৩:১৮

সাহস ডেস্ক

শেরপুরের শ্রীবরদী পৌরসভার সাতানী মহল্লায় আরও দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ ঘটনায় করোনা আক্রান্ত দুই রোগীর আশপাশের ৩২ টি বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে। সেইসঙ্গে আক্রান্তদের বাড়ি ও সংস্পর্শে আসা লোকজনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

আক্রান্তরা হচ্ছেন আক্রান্ত খোদেজা বেগমের নাতি তৌহিদ ও ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স ড্রাইভার মাফাজ (৩৬)। সীমিত আকারে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা চালু রাখা হয়েছে।

শেরপুরের সিভিল সার্জন ডা. এ. কে. এম. আনোয়ারুল রউফ জানান, করোনা আক্রান্ত সন্দেহে গেল বুধবার ৩০ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে গতকাল বৃহস্পতিবার সকালে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ল্যাবরেটরিতে পাঠানো হয়। সন্ধ্যায় পাওয়া পরীক্ষা প্রতিবেদনে শিশুসহ দু’জনের শরীরে করোনা ভাইরাস ‘পজিটিভ’ নিশ্চিত হওয়া যায়।

তিনি আরও জানান, রাতেই আক্রান্ত দুই রোগীকে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত