ময়মনসিংহে আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যের করোনা পজিটিভ, ৪৩৪ জন কোয়ারেন্টাইনে

প্রকাশ | ০৮ এপ্রিল ২০২০, ২২:৪৩ | আপডেট: ০৮ এপ্রিল ২০২০, ২২:৪৫

অনলাইন ডেস্ক

ময়মনসিংহের মুক্তাগাছা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্যের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এই ঘটনায় এপিবিএনের ৪৩৪ জন সদস্যকে কোয়ারেন্টাইনে রেখে আশপাশের এলাকা লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

বুধবার (৮ এপ্রিল) ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে দুই জনের নমুনায় করোনা পজিটিভ পাওয়া যায়।

করোনা আক্রান্ত একজন মুক্তাগাছার পুলিশ কনস্টেবল অপরজন জামালপুরের মাদারগঞ্জের বাসিন্দা। তাদেরকে ময়মনসিংহ সূর্যকান্ত (এসকে) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

এই ব্যাপারে ময়মনসিংহের জেলা প্রশাসক মিজানুর রহমান জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মুক্তাগাছা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্যের করোনা পজিটিভ হওয়ায় ৪৩৪ জন সদস্যকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।  পাশাপাশি ওই এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে।