সারাদেশে হোম কোয়ারেন্টিনে আছেন ৬৭ হাজার ১১৭ জন

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২০, ১৬:৪৬

সাহস ডেস্ক

গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৬০৬ জন। সারা দেশের বিভিন্ন জেলা উপজেলায় কোয়ারেন্টিনে রয়েছেন ১০১৯০ জন। প্রতিষ্ঠান পর্যায়ে রয়েছে ১২৬ জন। সব মিলিয়ে এ পর্যন্ত হোম কোয়ারেন্টিনে রয়েছে ৬৭ হাজার ১১৭ জন।

মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এবং জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর এর নিয়মিত যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সন্মেলনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৬৫২ জন হোম কোয়ারেন্টিন থেকে ছাড়া পেয়েছেন।

এছাড়া সংবাদ সম্মেলনে ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় আইসোলেশন শয্যা ও আইসিইউ'র হিসাব সম্পর্কে তথ্য দেয়া হয়। ঢাকা মহানগরীতে আইসোলেশন শয্যার সংখ্যা ১৫৫০টি। দেশের বিভিন্ন হাসপাতালে ৬১৪৩টি। সব মিলিয়ে আইসোলেশন শয্যার সংখ্যা ৭১৯৩টি।

এসব আইসোলেশন হাসপাতালে আইসিইউ বেডের সংখ্যা ১১২টি। আর ডায়ালাইসিস বেডের সংখ্যা ১৪০টি। তবে আইসিইউ বেডের সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও জানানো হয়। আইইডিসিআর এর হটলাইনে নম্বরে ২৪ ঘণ্টায় স্বাস্থ্য পরামর্শ দেয়া হয়েছে ৩৯৫৮ জনকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত