রামগতিতে করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

প্রকাশ | ০৭ এপ্রিল ২০২০, ১৬:৩৮ | আপডেট: ০৭ এপ্রিল ২০২০, ১৬:৪২

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে লক্ষ্মীপুরের রামগতিতে মো: রফিক (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনার পর দুপুরে উপজেলা প্রশাসন মৃত ব্যক্তির বাড়িসহ তিনটি বাড়ির ১৬ পরিবারকে লকডাউনের ঘোষণা দিয়েছেন।

৭ এপ্রিল (মঙ্গলবার) বেলা ১১টায় উপজেলার চর বাদাম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চরসীতা এলাকার নিজ বাড়িতে ওই ব্যক্তির মৃত্যু হয়।

চর বাদাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন জসিম জানান, ‘দীর্ঘদিন ধরে মো: রফিক ক্যান্সার ও কিডনী সমস্যায় ভুগছিলেন। করোনার উপসর্গ নিয়ে এ মৃত্যুর খবরে স্থানীয় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। তবে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে কি-না তা নিশ্চিত হতে পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ হতে নমুনা সংগ্রহ করা হয়েছে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামনাশিস মজুমদার জানান, ‘করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে কি-না তা নিশ্চিত হতে মরদেহের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। আশা করছি দুই-তিন দিনের মধ্যে ফলাফল চলে আসবে। তখন বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মোমিন জানান, ‘এ ঘটনায় মৃত ব্যক্তির বাড়িসহ তিনটি বাড়ির ১৬ পরিবারকে লকডাউনে রাখা হয়েছে। ওই সব বাড়ির লোকজন অন্য কোথায় যেতে পারবেন না। আবার অন্য কোনো লোক ওই সব বাড়িতে প্রবেশ করতে পারবেন না।’