আইসোলেশনের জন্য ২০০ লঞ্চ দিতে প্রস্তুত লঞ্চ মালিকরা

প্রকাশ | ০৬ এপ্রিল ২০২০, ১৩:৪২ | আপডেট: ০৬ এপ্রিল ২০২০, ১৪:৫৮

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের আইসোলেশনে রাখার জন্য বুড়িগঙ্গা নদীতে অলস পড়ে থাকা ২০০ লঞ্চকে ব্যবহার করতে নৌ মন্ত্রাণালয়কে প্রস্তাব দিয়েছেন লঞ্চ মালিকরা।

সোমবার (৬ এপ্রিল) লঞ্চ মালিক সমিতির কর্মকর্তা শহিদুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সরকার চাইলে যেকোন সময় যেকোন স্থানে ২০০ লঞ্চ দিতে প্রস্তুত রয়েছেন লঞ্চ মালিকরা।

লঞ্চ মালিক সমিতির এ প্রস্তাব নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে লিখিতভাবে পাঠিয়েছেন বলেও জানিয়েছেন লঞ্চ মালিক সমিতির এই কর্মকর্তা।