করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুদক পরিচালকের মৃত্যু

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২০, ১১:৫৩

সাহস ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জালাল সাইফুর রহমান ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে মারা গেছেন। তার পরিবারের সদস্যদের আইসোলেশনে নেয়া হয়েছে। দুদকের উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (০৬ এপ্রিল) ভোরে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দুদকের এক কর্মকর্তা জানান, মৃতের স্ত্রী ও সন্তানদের বর্তমানে আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া যারা তার সাথে কাজ করেছেন কিংবা তার সংসপর্শে এসেছেন তাদেরকেও হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

কুয়েত মৈত্রী হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আলীমুজ্জামান জানান, দুদক কর্মকর্তা সাইফুর রহমান করোনায় আক্রান্ত হয়ে ২৭ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার অবস্থার অবনতি হওয়ায় গত চার দিন তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

বাংলাদেশে গত ৮ই মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়, এবং ১৮ই মার্চ প্রথম একজন এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত