সোনামসজিদ স্থলবন্দরের দেড় হাজার শ্রমিককে বন্দর কর্তৃপক্ষের খাদ্য সহায়তা

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২০, ২০:০৭

দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী বেসরকারী অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড নিজস্ব উদ্যোগে বন্দরে কর্মরত প্রায় দেড় হাজার শ্রমিক ও কর্মচারীর মাঝে খাদ্য সহয়তা কর্মসূচী শুরু করেছে।

করোনা ভাইরাসজনিত কারণে বন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় এসকল  শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। রোববার (৫ এপ্রিল) বন্দর ইয়ার্ডে গোল চিহ্ন এঁকে নিরাপদ সামাজিক দুরুত্ব বজায় রেখে প্রত্যেক শ্রমিককে ৫ কেজি চাল,১ কেজি মসুর ডাল, ৩ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল ও ১ টি করে সাবান দেয়া হয়। এসময় পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড ডেপুটি জেনারেল ম্যানেজার মাইনুল হোসেন,সমন্বয়কারী টিপু সুলতান, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. সুমন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত