চট্টগ্রামে ৩ চিকিৎসকসহ ১৮ জন কোয়ারেন্টিনে

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২০, ১২:৫১

সাহস ডেস্ক

করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালের ৩ চিকিৎসকসহ ১৮ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী।

শনিবার (০৪ এপ্রিল) সকাল ১০টায় তিনি এই তথ্য নিশ্চিত করেন।

ডা. সেখ ফজলে রাব্বী বলেন, করোনা পজিটিভ হওয়া রোগী এর আগে ন্যাশনাল হাসপাতালে চিকিৎসা নিয়েছিল। তাই সেখানকার তিনজন চিকিৎসক, নার্সসহ মোট ১৮ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তবে পুরো হাসপাতাল লকডাউনের কোন প্রয়োজন নেই।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও নয়জন। আক্রান্তদের মধ্যে আরও দুজন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ জনে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজনে। এছাড়া সুস্থ হয়ে ঘরে ফিরেছেন আরও চারজন।

শনিবার (০৪ এপ্রিল) দুপুরে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে সংস্থাটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত