করোনাভাইরাস: রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশ | ৩১ মার্চ ২০২০, ২১:৪৭

লক্ষীপুরের রামগতিতে সরকারি নির্দেশ অমান্য করার দায়ে ও করোনাভাইরাসের প্রকোপে (কোভিড-১৯) রোগ সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে অভিযান করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ ৩১ মার্চ (মঙ্গলবার) উপজেলার বিভিন্ন বাজারে দিন ব্যাপি অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মোমিন এ রায় দেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুচিত্র রঞ্জন দাস।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মহামারী করোনাভাইরাসের প্রকোপে (কোভিড-১৯) রোগ সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন বাজারের অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় সরকারের নির্দেশনা অমান্য করার দায়ে মুদি, কাঁচামালের দোকানের মালিকের এবং অবৈধভাবে মোটরসাইকের চালানোর অপরাধে ২জন আরোহীসহ অভিযানে মোট ৪৭ হাজার ৯ শত টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মোমিন বলেন, ‘সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও করোনাভাইরাসের প্রকোপে (কোভিড-১৯) রোগ সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এ অর্থদন্ড করা হয়েছে।