করোনাভাইরাস

রামগতিতে মাস্ক-হ্যান্ডস্যানিটাইজারসহ অন্যান্য সামগ্রী বিতরণ

প্রকাশ : ৩০ মার্চ ২০২০, ১৫:০৬

মহামারি করোনাভাইরাস প্রতিরোধে লক্ষ্মীপুরের রামগতি সাধারণ ছাত্র সংগঠনের পক্ষ থেকে মাস্ক,  হ্যান্ডস্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড ওয়াশ সামগ্রী  ও লিফলেট বিতরণ করা হয়েছে।

রামগতি সাধারণ ছাত্র সংগঠন ছাড়াও রামগতি উপজেলার জনসাধরনের জন্য উপকূলের বিভিন্ন বাজারে জীবানুনাশক স্প্রে ছিটানো, ঔষধ ও মুদি দোকানের সামনে নিরাপদ দূরত্বের চিহ্ন, বাড়ি বাড়ি গিয়ে কাউন্সিলিং ও বিভিন্ন স্থানে ব্যানার স্থাপনসহ সকল কাজ করে যাচ্ছে।

আয়োজকরা জানান, উপজেলায় করোনাভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষা থাকার লক্ষ্যে এলাকার সুবিধাবঞ্চিত ও অসচেতন মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন এলাকায় করোনাভাইরাস সম্পর্কিত সচেতনতামূলক কাউন্সিলিং ও বিভিন্ন বাজারে জীবানুনাশক স্প্রে ছিটানো হচ্ছে। এ বিষয়ে আমরা সকলের সহযোগিতা কামনা করি।

সামাজিক ও সচেতনতামূলক কর্মকান্ডের জন্য এলাকার সচেতন মহল রামগতি সাধারণ ছাত্র সংগঠন’কে  সাধুবাদ জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত