করোনাভাইরাস: রামগতিতে অসহায় মানুষের পাশে ইউএনও

প্রকাশ | ২৯ মার্চ ২০২০, ১৫:২১ | আপডেট: ২৯ মার্চ ২০২০, ১৬:২৭

লক্ষ্মীপুরের রামগতিতে করোনাভাইরাস প্রতিরোধে এবং নিরাপদে ঘরে থাকার লক্ষ্যে অসহায় ও দুস্থ মানুষের মাঝে পরিবার প্রতি ১০ কেজি চাল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করছেন ইউএনও।

গতকাল ২৮ মার্চ (শনিবার) থেকে উপজেলা ব্যাপি বিভিন্ন ইউনিয়নে এ কার্যক্রম পরিচালনা করে আসছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল মোমিন।

এ বিতরণী ও বাজার মনিটরিং কার্যক্রমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুচিত্র রঞ্জন দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রাহিদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সফিকুল পাঠান, সহকারী মৎস্য কর্মকর্তা মো. কামাল হোসেন উপস্থিত রয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল মোমিন বলেন, ‘উপজেলায় সরকারিভাবে ১০ টন চাল ও ১ লাখ টাকা বরাদ্দ এসেছে। এছাড়া স্থানীয়ভাবে আরো ১ টন চাল ও ২০ হাজার টাকার দ্রব্য সামগ্রী অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করেছি।’

রামগতি নদী ভাঙন কবলিত হওয়ায় এখানে নিঃস্ব ও দুস্থদের সংখ্যা অনেক বেশি, তাই প্রয়োজনের তুলনায় অনেক কম বরাদ্দ। তবে, ইউএনও নিজে তদারকি করে নিজ হাতে প্রকৃতদের মাঝে এ সহায়তা বিতরণের কার্যক্রমকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন।