গুগল ডুডলে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস

প্রকাশ : ২৬ মার্চ ২০২০, ১৪:০৬

সাহস ডেস্ক

আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিশেষ ডুডল প্রকাশ করেছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। লাল-সবুজে ঘেরা বিলের মধ্যে ফুটে থাকা শাপলা ফুলের অসাধারণ দৃশ্যটি গুগলের হোম পেজে গেলেই চোখে পড়বে। ব্যবহৃত চিত্রকর্মে প্রাধান্য দেওয়া হয়েছে লাল-সবুজ-গোলাপি রঙকে। 

আজকের ডুডলটি সম্পর্কে গুগল তাদের ডুডল পেজে লিখেছে, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন ও বিশ্বের বৃহত্তম সমুদ্রসৈকত কক্সবাজারের দেশ আজ স্বাধীনতা দিবস পালন করছে। ৪৯ বছর আগে স্বাধীন হয় দেশটি। এরপর শাপলা ফুল জাতীয় প্রতীক ও ফুল হিসেবে গ্রহণ করে। তাই গুগলের শিল্পকর্মে তুলে ধরা হয়েছে।

গুগলের পেজে বাংলাদেশের পতাকার প্রশংসা করে স্বাধীনতার শুভেচ্ছা জানানো হয়েছে।

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে দেশের মানুষের ওপর নির্মম হত্যাযজ্ঞ চালায় পাকিস্তান সেনাবাহিনী। “অপারেশন সার্চলাইট” নামে বর্বরোচিত সামরিক অভিযানে এক রাতে ঢাকা রূপ নেয় হত্যার নগরীতে। সেই মৃত্যুর বিভীষিকাময় পরিস্থিতিতে ২৬ মার্চ থেকে শুরু হয়েছিল স্বাধীনতাযুদ্ধ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত