করোনাভাইরাস: মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক বাতিল

প্রকাশ : ২২ মার্চ ২০২০, ২০:০৩

সাহস ডেস্ক

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মন্ত্রিসভার সোমবারের (২৩ মার্চ) সাপ্তাহিক বৈঠক বাতিল করা হয়েছে।

রবিবার (২১ মার্চ) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রসঙ্গত, প্রাণঘাতি করোনাভাইরাস বিশ্বব্যাপী ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে রবিবার পর্যন্ত সারাবিশ্বে ১৩ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। বাংলাদেশে নতুন তিনজনসহ এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৭ জন বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

রবিবার আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য নিশ্চিত করে বলেন, আক্রান্তদের দুজন দেশের বাইরে থেকে এসেছেন এবং অপরজন বিদেশ ফেরত একজনের থেকে সংক্রমিত হয়েছেন।

চলতি মাসের শুরুর দিকে বাংলাদেশে প্রথমবারের মতো আক্রান্তের তথ্য পাওয়ার পর এবং আজ নতুন করে তিনজন আক্রান্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ২৭ জন। যাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। তবে আক্রান্তদের মধ্যে থেকে পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলেও জানিয়েছেন মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত