সিলেটে আইসোলেশন ইউনিটে যুক্তরাজ্যফেরত নারীর মৃত্যু

প্রকাশ : ২২ মার্চ ২০২০, ১৪:৩১

সাহস ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে সিলেটে আইসোলেশন ইউনিটে যুক্তরাজ্যফেরত নারীর মৃত্যু হয়েছে। তার বয়স ছিল ৬১ বছর। নিহত নারীর মুখের লালাসহ অন্য স্যাম্পল সংগ্রহ করবে আইইডিসিআর। তবে তাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী দাফন করা হবে।

রবিবার (২২ মার্চ) ভোররাত সাড়ে তিনটার দিকে ওই নারীর মৃত্যু হয়। তিনি সম্প্রতি যুক্তরাজ্য থেকে বাংলাদেশে এসেছেন।

সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল বলেন, ওই নারীর মৃত্যুর বিষয়টিও আইইডিসিআরকে জানানো হয়েছে। তারা ঢাকা থেকে সিলেটের পথে আছেন। সিলেটে আসার পর আইইডিসিআর ওসমানী হাসপাতালের সহায়তা নিয়ে ওই নারীর মুখের লালাসহ নানা নমুনা সংগ্রহ করবে।

তিনি জানান, ওই নারী গত ৪ মার্চ যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন। করোনার বিভিন্ন উপসর্গ দেখা দেয়ায় গত ২০ মার্চ তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে আনা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, চৌঠা মার্চ যুক্তরাজ্য থেকে ফেরার পর তার জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট দেখা দেয়। পরে ২০শে মার্চ তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে আরও তিনজন রোগী আইসোলেশনে রয়েছেন বলে জানা গেছে।

করোনাভাইরাসের চিকিৎসার জন্য এই হাসপাতালটিতে আইসোলেশন ইউনিট তৈরি করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত