জাতীয় সংসদের বিশেষ অধিবেশন স্থগিত

প্রকাশ : ২১ মার্চ ২০২০, ১৭:৪৫

সাহস ডেস্ক

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ডাকা জাতীয় সংসদের বিশেষ অধিবেশন স্থগিত করা হয়েছে। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এ তথ্য জানিয়েছেন।

শনিবার (২১ মার্চ) বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এক আদেশে এ অধিবেশন স্থগিত করেন।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী সাড়ম্বরে উদযাপনে এবছরকে মুজিববর্ষ ঘোষণা করে নানা কর্মসূচি সরকার নেওয়ার পর গত ৯ জানুয়ারি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই উপলক্ষে বিশেষ অধিবেশন বসানোর সিদ্ধান্ত হয়।

বিশেষ অধিবেশনের শুরুতেই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভাষণ দেওয়ার কথা ছিল। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে একটি প্রস্তাব পাসের কথা ছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত