৩১ মার্চ পর্যন্ত জাতীয় চিড়িয়াখানা বন্ধ ঘোষণা

প্রকাশ : ২০ মার্চ ২০২০, ১৭:০৩

সাহস ডেস্ক

করোনাভাইরাসের বিস্তার রোধে আগামী ৩১ মার্চ পর্যন্ত ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করেছে সরকার।

শুক্রবার (২০ মার্চ) থেকে ৩১ মার্চ পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেনের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এদিকে দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে। নতুন আক্রান্তদের একজন নারী, দুজন পুরুষ। এদের মধ্যে একজনের বয়স ৭০ এর বেশি। তার অবস্থা ক্রিটিক্যাল।

স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা হোম কোয়ারেন্টিনে থাকা ব্যাক্তিদের জন্য কিছু পরামর্শ দেন। এগুলো না মানলে সরকার কড়া পদক্ষেপ নেবে বলেও জানান তিনি। একইঙ্গে বিদেশ থেকে কেউ এলে তাকে নিজের ও পরিবারের স্বার্থেই কোয়ারেন্টাইনে থাকার আহ্বান জানান ডা. নাসিমা সুলতানা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত