গোমস্তাপুরে হোম কোরারান্টাইন লংঘন করায় ভারত ফেরত ২ জনের অর্থদন্ড

প্রকাশ : ১৯ মার্চ ২০২০, ১৯:০৩

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় করোনা সতর্কতায় বিদেশ ফেরত ব্যাক্তিদের ১৪ দিন বাধ্যতামূলক হোম কোয়ারান্টাইন বিধি লংঘন করায় দুজনকে অর্থদন্ড প্রদান করেছে  ভ্রাম্যামাণ আদালত। বৃহস্পতিবার(১৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে ভ্রাম্যামাণ আদালতে এদের একজনকে ২০ হাজার ও একজনকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।

আদালতের সাথে থাকা রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্য (আইসি) পুলিশ পরিদর্শক আব্দুল মালেক জানান, রহনপুর পৌর নুনগোলা মাষ্টারপাড়া ও খয়বাবাদ এলাকার বাসিন্দা দন্ডিত দুজনের একজন পুরুষ (৪৫) ও একজন নারী(৪৭)। সম্প্রতি এরা ভারত সফর করে দেশে ফিরলেও করোনা সতর্কতায় বাধ্যতামূলক কোয়ারান্টাইন নিয়ম ভঙ্গ করে প্রকাশ্যে চলাফেরা করছিলেন। খবর পেয়ে ইউএনও নিজে ঘটনাস্থলে গিয়ে এদের অর্থদন্ড প্রদান করে তাৎক্ষনিক তা আদায় করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত