প্রয়োজনে ফরিদপুর, মাদারীপুর, শিবচর লকডাউন: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ | ১৯ মার্চ ২০২০, ১৭:০৪ | আপডেট: ১৯ মার্চ ২০২০, ১৭:০৭

অনলাইন ডেস্ক

ফরিদপুর, মাদারীপুর, শিবচর এলাকায় করোনা রোগীর সংখ্যা বেশি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, অবস্থার অবনতি হলো এ এলাকাগুলো লকডাউন করা হবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে তিনি একথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিবচর ও মাদারীপুর ভালনারেবল। এ জেলাতেই করোনা আক্রান্ত দেশ থেকে বেশি মানুষ এসেছে। সেখানেই বেশি নজরদারি করা হচ্ছে। প্রয়োজনে লকডাউন করা হবে।

তিনি আরও বলেন, করোনা পরিস্থিতির যদি আরও অবনতি হয় তবে কোনো এরিয়া যদি বেশি আক্রান্ত হয়। আমরা সেই এরিয়াকে লকডাউন করে দেব। আরও যেখানে যেখানে প্রয়োজন হবে আমরা লকডাউনে চলে যাব। কারণ আমাদের দেশের মানুষকে করোনাভাইরাস থেকে রক্ষা করতে হবে।

কোন এলাকাগুলো লকডাউন করা হতে পারে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মাদারীপুর এরিয়া, ফরিদপুর এরিয়া, শিবচর এরিয়া। এসব এলাকায় বেশি দেখা দিচ্ছে। যদি অবনতি ঘটে তাহলে আমরা লকডাউনের দিকে আমরা যাব।