কিট উৎপাদনের অনুমোদন পেয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র

প্রকাশ : ১৯ মার্চ ২০২০, ১৫:৪০

সাহস ডেস্ক

করোনাভাইরাস শনাক্ত করার কিট উৎপাদনের অনুমোদন পেয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। বিষয়টি নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। আগামী দুই সপ্তাহের মধ্যে এই কিট বাজারজাত করা হতে পারে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে রিএজেন্ট ও এন্টিবডি তৈরির এই অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আজ দুপুরে আমরা সরকারের অনুমোদন পেয়েছি। আগামী ১ সপ্তাহের মধ্যে যুক্তরাজ্য থেকে কাঁচামাল দেশে পৌঁছাবে। আগামী দুই সপ্তাহের মধ্যে আমরা কিট উৎপাদনে যাব।

তিনি বলেন, প্রথম দফায় এক লাখ কিট উৎপাদন করা হবে। ১০ লাখ টাকার কাঁচামাল লাগবে। প্রতিটি কিটের দাম হতে পারে ২০০ টাকার মতো। তবে এই কিট সরকারের কাছে বিক্রি করা হবে, জনসাধারণের কাছে নয়।

দুই দিন আগে কিট তৈরির সক্ষমতার কথা ঘোষণা করেছিলেন ডা. জাফরুল্লাহ। এরপর বৃহস্পতিবার তাদের সরকার অনুমতি দিল। সরকারের সংগ্রহে যে পরিমাপ কিট ছিলো তা শেষ হওয়ার পথে। অবশ্য এরই মধ্যে চীন সরকার করোনা ভাইরাসের চিকিৎসার সামগ্রী বাংলাদেশকে দেওয়ার ঘোষণা দেয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত