কর্মবিরতিতে রাজশাহী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা

প্রকাশ : ১৯ মার্চ ২০২০, ১৩:০৩

সাহস ডেস্ক

করোনাভাইরাসের ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সাড়ে তিন ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৮টা থেকে থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত তারা এই কর্মবিরতি পালন করেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন কাউন্সিলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, আমরা আমাদের কোয়ারেন্টিন করে রেখেছি। হাঁচি-কাশিসহ সব ধরনের সংক্রমণ নিয়ে রোগীরা হাসপাতালে ঢুকছেন। তাদের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই হাসপাতালে ভর্তি করা হচ্ছে।

তিনি বলেন, ইন্টার্ন চিকিৎসকরা ন্যূনতম নিরাপত্তার ব্যবস্থা ছাড়াই ওই রোগীদের চিকিৎসা দিচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে চিকিৎসকদের জন্য নিরাপত্তার কোনো ব্যবস্থা করেনি। তাই কর্মবিরতির ডাক দেওয়া হয়। পরে কিছু মাস্ক ও ড্রেস দেওয়া হলে আবার কাজে যোগ দেন ইন্টার্ন চিকিৎসকরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত