রামগতিতে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন জীবনমূখী বিষয়ক কর্মশালা

প্রকাশ : ১২ মার্চ ২০২০, ১৮:৫৩

লক্ষ্মীপুরের রামগতিতে কিশোরীদের স্বাস্থ্যসেবা সম্পর্কিত ও বয়ঃসন্ধিকালীন জীবনমূখী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১২ মার্চ (বৃহস্পতিবার) সকালে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর উদ্যোগে উপজেলার রামগতি আছিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ওই কর্মশালার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বড়খেরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান মাকসুদ মিজান। 

উক্ত কর্মশালায় প্রধান আলোচক ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: রুপা সাহা। 

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: পারিজাত দত্ত, বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: জাহাঙ্গীর আলম, রামগতি আছিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) গোলাম শওকত এমরান, রামগতি আছিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান বিপ্লব মজুমদার, কোডেক’র এরিয়া ম্যানেজার রুহুল আমিন, কোডেক চরগাজী শাখার ব্যবস্থাপক মো: কামাল উদ্দিন প্রমুখ।

কর্মশালায় রামগতি আছিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দুই শতাধিক ছাত্রী অংশগ্রহণ করে। এসময় তাদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসেবা সম্পর্কিত আলোচনা ও প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত