টাঙ্গাইলে ট্রাক-সিএনজি-প্রাইভেটকারের সংঘর্ষে ৬ জন নিহত

প্রকাশ | ০৯ মার্চ ২০২০, ১৪:০৬ | আপডেট: ০৯ মার্চ ২০২০, ১৫:১০

অনলাইন ডেস্ক

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ড্রাম ট্রাক-সিএনজি ও প্রাইভেটকারের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে বাবা-মেয়েসহ ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। মির্জাপুর থানার দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত হয়েছেন।

সোমবার (৯ মার্চ) সকাল ১১ দিকে উপজেলার গোড়াই-সখীপুর সড়কের বেলতৈল বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের কুড়াতলী গ্রামের সোনামুদ্দিন (৬০), তার নাতী মাসরাফুল (১০) এবং গাঘড়াই গ্রামের খলিলুর রহমানের ছেলে হৃদয় হোসেন (২০), হাফিজ উদ্দিন (৬০) ও তার মেয়ে রেণু বেগম (৩০) ও জাকির হোসেন (৩৫)।

নিহতরা প্রত্যেকেই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। আহতদের মধ্যে দুইজনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার সকালে সখিপুর থেকে হাঁটুভাঙার উদ্দেশে ছেড়ে আসা একটি দ্রুত গতির ট্রাক সামনে থাকা যাত্রীবাহী সিএনজিকে ওভারটেক করতে যায়, ওভারটেক করতে না পেরে সিএনজিটিকে চাপা দেয় এবং বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটিও দুমড়ে-মুচরে যায়।

প্রাইভেটকারটির চালক আহত রাব্বি জানান, ট্রাকের চালক ওভারটেক করতে গিয়ে না পেরে সিএনজিকে চাপা দেয় ও প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়।