ওয়াশিংটনে উদযাপন করা হবে মুজিববর্ষ

প্রকাশ : ০৩ মার্চ ২০২০, ১২:২৭

সাহস ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে মুজিববর্ষ উদযাপন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (২ মার্চ) শহরটির মেয়র মুরিয়েল বাউসার এক বিবৃতিতে এ ঘোষণা দেন।

মেয়র মুরিয়েল বাউসার ঘোষণায় বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর বাংলাদেশকে গণতান্ত্রিক, সহিষ্ণুতা, বহুত্ববাদীতা ও প্রগতিশীল দেশের বৈশ্বিক উদাহরণ বলে মনে করে। তাই বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। 

ঘোষণায় আরও বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের "সোনার বাংলায়" পরিণত হচ্ছে। 

বিবৃতির শেষে চলতি বছরের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত মুজিববর্ষ ঘোষণা করেন। পাশপাশি বাংলাদেশের নাগরিকদের অভিনন্দনও জানান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত