রামগতির তৃণমূল পর্যায়ে পানি, স্যানিটেশন বিষয়ক কর্মশালা

প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১৩

লক্ষ্মীপুরের রামগতিতে সমন্বিত পানি ব্যবস্থপনা নাগরিক কমিটির সদস্য, জেলে, বেদে, মৎস্যজীবি, নারীকর্মীদের সাথে নিয়ে পানি, স্যানিটেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৯ ফেব্রুয়ারি (শনিবার) বেলা ১১ টায় ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র-ডরপ এর আঞ্চলিক কার্যালয় প্রাঙ্গণে ওই কর্মশালার আয়োজন করা হয়।

উক্ত কর্মশালার প্রশিক্ষক ছিলেন, ওয়াটার ম্যানেজমেন্টের টেকনিক্যাল অফিসার হার্শ, আইআরসি এর কনসালটেন্ট দ্বিগবিজয় দে, ডরপ এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর পার্থ সারথী কুন্ডল।

এসময় আরো উপস্থিত ছিলেন, সমন্বিত পানি ব্যবস্থপনা নাগরিক কমিটির সভাপতি আজিজুল ইসলাম, ডরপ এর উপজেলা সমন্বয়কারী আবদুল মান্নান, ডরপ স্কুল মোবিলাইজার গুলশান সুলতানা।

তৃণমূল পর্যায়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে এ কর্মশালায় পিছিয়ে পড়া মানুষের স্যানিটেশন কাভারেজ, সুপেয় পানির কাভারেজ বৃদ্ধি, ভাসমান জেলে, নিরাপদ পানি নিশ্চিত করা সহ প্রয়োজনীয় আলোচনা করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত