‘মুজিববর্ষে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ না করা হবে অকৃতজ্ঞতা’

প্রকাশ | ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫২

অনলাইন ডেস্ক

মুজিববর্ষে ভারতের সরকার প্রধানকে আমন্ত্রণ না জানানো হবে সম্পূর্ণ অকৃতজ্ঞতা বলেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ওবায়দুল কাদের। 

ভারতে নাগরিকত্ব আইন নিয়ে সহিংসতার জন্য মুজিববর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আমন্ত্রণ না জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই সোচ্চার হয়েছেন। এর প্রেক্ষিতেই এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। 

ওবায়দুল কাদের বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় ভারত ছিল বাংলাদেশের প্রধান সাহায্যকারী দেশ। মুজিববর্ষে সে দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ না জানানো হবে সম্পূর্ণ অকৃতজ্ঞতা।’

তিনি বলেন, ‘মুজিববর্ষে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর মূল কারণ হলো মুক্তিযুদ্ধের সময় অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে ভারত। আমাদের রক্তের সাথে ভারতের রক্ত মিশে আছে।’

ওবায়দুল কাদের আরো বলেন, ‘ভারতে চলমান আন্দোলন তাদের অভ্যন্তরীণ বিষয়।’