x

এইমাত্র

  •  করোনাভাইরাস: বাংলাদেশে ষষ্ঠ ব্যক্তি মৃত্যু, নতুন আক্রান্ত তিনজন
  •  জাপানে আটকে পড়া বাংলাদেশিদের যোগাযোগের অনুরোধ
  •  মৃত্যুর সংখ্যায় চীনকে ছাড়ালো যুক্তরাষ্ট্র, ট্রাম্প বলছেন 'খুবই বেদনাদায়ক' সপ্তাহ আসছে

উত্তর ও দক্ষিণ সিটি মেয়রের শপথ বৃহস্পতিবার

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১০

সাহস ডেস্ক

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়রের শপথ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে অনুষ্ঠিত হবে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। একইসঙ্গে নির্বাচিত কাউন্সিলরদেরও শপথ অনুষ্ঠিত হবে।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সিটির নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপসকে শপথবাক্য পাঠ করাবেন।

হেলালুদ্দীন আহমেদ জানান, সকাল সাড়ে ১০টায় নিজ কার্যালয়ের শাপলা হলে প্রধানমন্ত্রী প্রথমে মেয়রদের শপথ পাঠ করাবেন। এরপর দুই সিটি করপোরেশনের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের ১৭২ জন কাউন্সিলরকে শপথ পড়াবেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত