বিশ্বের সবচেয়ে দূষিত দেশ বাংলাদেশ: আইকিউএয়ার

প্রকাশ | ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৩:১৬ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৬:১১

অনলাইন ডেস্ক

এয়ার ভিজ্যুয়াল ২০১৯ সালের প্রতিবেদনে বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে দূষিত দেশ হিসেবে চিহ্নিত করেছে বায়ুদূষণ নিয়ে কাজ করা সংস্থা আইকিউএয়ার। প্রতিবেদনে নিকৃষ্ট বায়ুর শহরের তালিকায় নয়াদিল্লির পরে বাংলাদেশের রাজধানী ঢাকা।

বস্তুকণা বা পার্টিকুলেট ম্যাটার (পিএম) ২.৫ মানের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় বাংলাদেশের পর পাকিস্তান দ্বিতীয়, মঙ্গোলিয়া তৃতীয়, আফগানিস্তান চতুর্থ এবং ভারত পঞ্চম স্থানে রয়েছে।

অপরদিকে সবচেয়ে ভালো বায়ুর তালিকায় শীর্ষে রয়েছে ক্যারিবীয় বাহমাস দ্বীপপুঞ্জ। বাহমাসের পর শীর্ষ পাঁচটি দেশের মধ্যে পরবর্তীতে পর্যায়ক্রমে রয়েছে যুক্তরাষ্ট্রের ভার্জিন আইল্যান্ড, আইসল্যান্ড, ফিনল্যান্ড ও এস্তোনিয়া।

প্রসঙ্গত, নাগরিক, সম্প্রদায়, বেসরকারি ও সরকারি বিভিন্ন সংস্থার হাজার হাজার উদ্যোগের প্রচেষ্টার সমন্বয়ে বিশ্বের সব শহরের রিয়েল টাইম বায়ুর মানের ভিত্তিতে বায়ুর ওপর প্রতিকেদনটি তৈরি করা হয়।