রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৩

সাহস ডেস্ক

রাজধানীর মহাখালী সেতু ভবনের সামনে সড়ক দুর্ঘটনায় স্কুটিতে (ঢাকা মেট্রো হ ২৪-৪২৮৩) থাকা দুই নারী নিহত হয়েছেন। ওই দু’জন নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বনানী থানার পুলিশ এসআই আফজাল হোসেন এখবর নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, ফজলুল হকের মেয়ে সৈয়দা কচি (৩৮) ও ভোলা জেলার রুহুল আমিনের মেয়ে সোনিয়া (২৫)। মরদেহ দু’টি ঢামেক’র মর্গে আছে। ময়নাতদন্ত শেষে তাদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

জানা যায়, মোটরসাইকল আরোহী ও চালক দুই নারী দুর্ঘটনার পর অচেতন অবস্থায় পড়েছিলেন। তাদের বহনকারী মোটরসাইকেলটির সামনে “প্রেস” লেখা ছিলো। এই ঘটনায় বনানী থানায় একটি মামলা হয়েছে।

এদিকে স্কুটি চাপা দেওয়ার ঘটনায় ঘাতক গাড়িটি শনাক্তে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরে আযম মিয়া বলেন, আমাদের ধারণা কোনও গাড়ি তাদের চাপা দিয়েছে। আমরা সেই গাড়িটি শনাক্ত করতে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করছি। দ্রুতই সেটিকে চিহ্নিত করতে পারবো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত