পিলখানা ট্র্যাজেডির ১১ বছর

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১২:২১ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৪:০৪

অনলাইন ডেস্ক

পিলখানা ট্র্যাজেডির ১১ বছর আজ। ১১ বছর আগে ২০০৯ সালের এইদিনে ঢাকার পিলখানায় বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দফতরে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সেই বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারির পিলখানা ট্র্যাজেডিতে প্রাণ হারান ৫৮ জন সেনাসদস্য।

যথাযোগ্য মর্যাদায় শহীদ সেনা সদস্যদের প্রতি প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে দিনটি।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানী কবরস্থানে শহীদদের সমাধিতে রাষ্ট্রপতির পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামীম উজ জামান। আর প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব।

এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদসহ নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত ও বর্ডারগার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলামও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শেষে শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য সদস্যরা স্যালুট প্রদান করেন।