আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ নিতে ঢাকায় আসেন শাকিল

প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫৬

অনলাইন ডেস্ক

শীর্ষ সন্ত্রাসী জিসানের নির্দেশে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ নিতে দেশে এসেছিলেন মাজহারুল ইসলাম ওরফে শাকিল ওরফে শাকিল মাজহার (৩৫)। চলতি বছরের ১২ জানুয়ারি সিটি নির্বাচনকে সামনে রেখে দুবাই থেকে দেশে আসে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে শাকিল মাজহারকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। এ সময় তার কাছ থেকে ২টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‍্যাবের আইন ও গণমাধ্যম বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম বলেন, শাকিল চলতি বছরের ১২ জানুয়ারি সিটি নির্বাচনকে সামনে রেখে দুবাই থেকে দেশে আসে। মূলত আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী জিসানের নির্দেশ ও সহযোগিতায় দেশে নতুন করে সন্ত্রাসী কার্যক্রম প্রতিষ্ঠা করে আন্ডারওয়ার্ল্ডের নেতৃত্ব দিতেই দেশে আসেন তিনি।

তিনি আরও বলেন, শাকিল রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) রোগী সেজে ভর্তি হন। সেখানে ভর্তি উদ্দেশ্য ছিল হাসপাতালের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা সৃষ্টি করে জনমনে আতঙ্ক ছড়িয়ে দেওয়া। এ জন্য তিনি বেশ কয়েকবার হাসপাতালের সিসিইউর সামনে ঘোরাফেরা করেন। যেখানে গ্রেপ্তার যুবলীগের সাবেক নেতা সম্রাট চিকিৎসাধীন রয়েছেন।

এ কর্মকর্তা জানান, ২০১৬ সালের জুন মাসে শাকিল রাজীব হত্যার এজাহারে নাম আসার পর চীনে চলে যান। ২০১৭ সাল পর্যন্ত তিনি বসবাস করেন। ২০১৮ সালে চীন থেকে দুবাই চলে যান এবং ২০২০ সালের জানুয়ারি পর্যন্ত সেখানেই ছিলেন। এখানেই জিসানের সঙ্গে তার পরিচয়েরে পর সখ্যতা গড়ে উঠে।

তিনি আরও বলেন, ‘মরা ইন্টারপোলের মাধ্যমে জানতে পেরেছি জিসানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রক্রিয়া চলমান। এ বিষয়ে শাকিলের কাছ থেকে কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।