রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অর্ধ লক্ষ টাকা জরিমানা

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৭

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় অবৈধভাবে খাস জায়গা থেকে মাটি কাটার দায়ে কামাল পাশা নামের এক ব্যক্তির কাছ থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার চর পোড়াগাজা ইউনিয়নের আজাদনগর এলাকায় এ অভিযান চালানো হয়।

এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আব্দুল মোমিন। এসময় সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুচিত্র রঞ্জন দাস।

অভিযানকালে অবৈধভাবে খাস জায়গা (খাল) থেকে মাটি কাটার দায়ে কামাল পাশা’র কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

রামগতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আব্দুল মোমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খাল থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে এমন খবর পাওয়ায় এ অভিযান পরিচালনা করে কার্যক্রমটি বন্ধ করেছি। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় এ জরিমানা আদায় করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত