দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ৯ ঘন্টা পর ফেরি চলাচল শুরু

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫৪ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫৭

অনলাইন ডেস্ক

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ৯ ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর আবার চালু হয়েছে। উভয় ঘাটে ফেরি পারের অপেক্ষায়  কয়েক শত যানবাহন আটকে রয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কুয়াশা কমে গেলে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরি চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করে।

জানা যায়, রবিবার রাত সোয়া ২টার দিকে ঘন কুয়াশার কারণে সব ধরনের দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেন ঘাট কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের শাখা ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি বলেন, বেলা ১১টার দিকে কুয়াশার তীব্রতা কমে গেলে ফেরি চলাচল শুরু করা হয়। বর্তমান ১৫টি ফেরি এই নৌরুটে চলাচল করছে।

ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে নদী পারের জন্য যে সকল যানবাহন অপেক্ষায় ছিল সেগুলো ধীরে ধীরে পার করা হবে বলেও তিনি জানান।