নির্বাচনের পোস্টার নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যাতিক্রমী উদ্যোগ

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২০, ১৬:২৯

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পুরো শহর। এবার পোস্টারের নতুনত্ব ছিলো যে পোস্টার গুলো প্লাস্টিকে মোড়ানো। নির্বাচনের পর এই পোস্টার সরানোর উদ্যোগ নেয় না কেউই। এই পোস্টার গুলো হয়ে গিয়েছে বর্জ্য ব্যবস্থাপনার জন্য হুমকি স্বরুপ।

আর এই পোস্টার সরাতেই ব্যতিক্রমী এক উদ্যোগ নিলো স্বেচ্ছাসেবী সংগঠন, এক টাকার আহার। নির্বাচনের পর দিন বিভিন্ন এলাকায় নির্বাচনের পোস্টার স্বেচ্ছাসেবীরা সংগ্রহ করে চলছে।

তারা জানায় যে এই পোস্টার এর বিভিন্ন অংশ তারা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পুনঃব্যবহার করবে। পোস্টারের কাগজে তৈরী হবে এতিম বাচ্চাদের লেখার খাতা। প্লাস্টিক ব্যবহার হবে শীতের কাপড় প্যাকেট করতে আর দড়ি ব্যবহার হবে চাল-ডাল প্যাকেজিং-এ।

কোটি টাকার পোস্টারে ছেয়ে আছে রাজধানী, নির্বাচন শেষে মূল্যহীন প্রচারণার এই উপাদান। বরঞ্চ মাসের পর মাস ঝুলে থাকবে ঢাকার ময়লার চিত্র হয়ে।

তাই স্বেচ্ছাসেবকরা সেসব পোস্টার সংগ্রহ করে চলছে সারাদিন ঘুরে ঘুরে, বর্জ্যকে সম্পদে রূপান্তর করার মিশনে এই দেশটিকে পথ দেখাতে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত