ঢাবিতে হরতাল সমর্থনে ছাত্রদলের বিক্ষোভ, সিএনজি ও প্রাইভেট কার ভাংচুর

প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০২০, ১৬:২৫ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩৬

অনলাইন ডেস্ক

ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের প্রতিবাদে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদলের সদস্যরা। এসময় একটি সিএনজি ও প্রাইভেট কার ভাংচুরের অভিযোগ ওঠে মিছিলে অংশ নেওয়া ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে।

রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন শহীদ মিনার এলাকায় তারা এই বিক্ষোভ মিছিল করেন।

এদিকে ভাংচুরের বিষয়টি অস্বীকার করে ঢাবি শাখা ছাত্রদলের কনভেনর রাকিবুল ইসলাম রাকিব বলেন, হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিলটি ঢাকা মেডিকেল কলেজ থেকে শুরু হয়ে জগন্নাথ হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। খুবই শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিলটি শেষ হয়েছে।

তিনি বলেন, আমাদের সঙ্গে থাকা কেউই এই ভাংচুরের সঙ্গে সংশ্লিষ্ট নয়। পুরো সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মিছিলটি ঘিরে ছিল।

প্রসঙ্গত, রবিবার (২ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা শহরে এ হরতাল কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি ঢাকাবাসীকে শান্তিপূর্ণভাবে হরতাল পালনের আহ্বান জানান।