ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে সকাল-সন্ধ্যা হরতাল

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২০, ১২:০২

সাহস ডেস্ক

ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের প্রতিবাদে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। হরতাল উপলক্ষে রাস্তায় বিএনপি সমর্থকদের জটলা দেখা যায়নি। রাস্তায় নেই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। অন্যান্য স্বভাবিক দিনের মতোই চলছে সবকিছু।

শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ এ হরতালের ডাক দেন।

সিটি নির্বাচনের পরের দিন আজ রবিবার (২ ফেব্রুয়ারি) সকালের দিকে রাস্তায় যানবাহনের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা বৃদ্ধি পাচ্ছে। কোথাও থেকে কোনো অপ্রীতিকর ঘটনার তথ্যও পাওয়া যায়নি।

রাজধানীর ধানমন্ডি, জিগাতলা, সাইন্সল্যাব, শাহবাগ, মোহাম্মাদপুর, মিরপুর, পল্লবী, কাফরুল, দারুস সালাম, শাহ আলী ও ফার্মগেট এলাকা ঘুরে কোথাও কোনো রাস্তায় পিকেটিং বা মিছিল চোখে পড়েনি। তবে রাস্তায় প্রাইভেট গাড়ির সংখ্যাটা স্বাভাবিক দিনের চেয়ে কিছুটা কম রয়েছে। মিরপুর এলাকায় সাপ্তাহিক বন্ধ থাকায় দোকানপাট কিছুটা বন্ধ রয়েছে।

এর আগে, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ উভয় সিটি করপোরেশনে শনিবারের নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস জয় পেয়েছেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস প্রতিদ্বন্দ্বী বিএনপির ইশরাক হোসেনের চাইতে ১ লাখ ৮০ হাজার ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন।

দক্ষিণে মোট ভোটকেন্দ্র ১১৫০টি। যার মধ্যে তাপস নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৪২৪৫৯৫ ভোট। আর বিএনপির ইশরাক ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২৩৬৫১২ ভোট।

উত্তরে আওয়ামী লীগের আতিকুল ইসলাম প্রতিদ্বন্দ্বী বিএনপির তাবিথ আউয়ালের চেয়ে প্রায় দুই লাখ ব্যবধানে বিজয়ী হয়েছেন। উত্তরে মোট ভোটকেন্দ্র ১৩১৮টি। এর মধ্যে আতিকুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪৭২১১ ভোট। আর বিএনপির তাবিথ আউয়াল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২৬৪১৬১ ভোট।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত