আতিকুলের সমাবেশে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২০, ১৮:৪৬

সাহস ডেস্ক

ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলামের সমাবেশে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঢাকা উত্তরের ২০ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো. নাসির ও দলটির বিদ্রোহী প্রার্থী মো. জাহিদুর রহমানের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টায় গুলশানের শহীদ ফজলে রাব্বি পার্কে আতিকুল ইসলামের নির্বাচনী গণসংযোগে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, পার্কের ভেতরে আতিকুল ইসলামের সমাবেশ চলাকালীন সময় মো. জাহিদুর রহমানের কর্মী ও সমর্থকরা আসলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় দুই গ্রুপের কর্মী-সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি হয় শুরু হয়। এসময় মঞ্চে কথা বলছিলেন মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম।

আতিকুল ইসলাম তার বক্তব্য শেষে মঞ্চ থেকে চলে যাওয়ার পর কর্মী-সমর্থকদের মধ্যে মারামারি, ধাক্কাধাক্কি এবং চেয়ার দিয়ে পেটানোর ঘটনা ঘটে।

কর্মী-সমর্থকদের মধ্যে মারামারি, ধাক্কাধাক্কির ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম বলেন, পার্কের ভেতর কাউন্সিলরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। বিষয়টি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জানিয়েছি। তারা ব্যবস্থা নেবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত